বগুড়ার নন্দীগ্রামে অটো রাইচ মিলের নৈশ প্রহরীকে বেঁধে রেখে মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম উপজেলার দোহার গ্রামে জিয়াউর রহমানের সেমি অটো রাইচ মিলে চুরি সংঘটিত হয়।
জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাতে একদল দুর্বৃত্ত জিয়াউর রহমানের সেমি অটো রাইচ মিলের দেয়াল টপকিয়ে ভিতরে প্রবেশ করে। এরপর নৈশ প্রহরী ইসমাইল হোসেনের (৫৫) হাত-পা বেঁধে মুখে গামছা গুজে দেয়। দুর্বৃত্তরা রাইচ মিলের ১৪ টি বৈদ্যুতিক মোটর ছাড়াও অফিস কক্ষের তালা ভেঙ্গে নগদ টাকা, একটি অটো ভ্যান ও একটি ল্যাপটপ নিয়ে যায়। শুক্রবার সকালে মিলের অন্যান্য শ্রমিকরা এসে নৈশ প্রহরীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। পরে নন্দীগ্রাম থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
বগুড়ার নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবীর বলেন, ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। তারপরেও অনুসন্ধান চলছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন