পৌষের মাঝামাঝি সময়ে বৃষ্টিতে ভিজেছে পাথরঘাটা। এমনিতেই তীব্র শীত বইছে উপকূলীয় উপজেলায়। গত কয়েকদিন ধরে উপকূলীয় উপজেলা পাথরঘাটায় তীব্র শীত ও বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃহস্পতিবার দিনগত রাত থেকেই শুরু হয় হালকা বৃষ্টি। যা শুক্রবার দুপুরের পর ভারী বৃষ্টিতে রুপ নেয়। বৃষ্টির কারণে জনজীবনে দুর্ভোগসহ বেড়েছে শীতের তীব্রতা।
জানা গেছে, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সব স্থানেই বৃষ্টি হচ্ছে। পৌষের মাঝামাঝি সময়ে এমন বৃষ্টি শীতের মাত্রা আরও বাড়িয়ে দেবে বলেই ধারণা করা হচ্ছে। বৃস্পতিবার রাত থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হলেও শুক্রবার দুপুর থেকেই ভারী বৃষ্টিতে রুপ নেওয়ায় এ উপজেলার জীবনযাত্রাও থমকে গেছে।
উল্লেখ্য, ডিসেম্বরের মাঝামাঝি থেকে কনকনে শীত, ঘন কুয়াশা এবং গত দুই দিন ধরে টিপ টিপ বৃষ্টির কারণে শীতকালিন শাকসবজি ও বোরো আবাদ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টির কারণে মাত্র পরিপক্ক হতে শুরু করা আলুর ক্ষেত ক্ষতিগ্রস্ত হতে পারে বলে জানিয়েছেন কৃষক ও কৃষি কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/শফিক