কক্সবাজারের টেকনাফ সদরে নতুন পল্লান পাড়া এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে আটক করেছে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রবিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন সজীবের নেতৃত্বে পুলিশের একটি টিম নিয়মিত টহলের সময় গোপন সংবাদ পেয়ে নতুন পল্লান পাড়া এলাকায় জুয়া খেলা অবস্থায় আসর থেকে ৮ জুয়াড়িকে আটক করতে সক্ষম হয়। অভিযান চলাকালীন সময়ে নগদ টাকা ও দুই বান্ডিল কার্ড (তাস) উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে মো. সেলিম (৩৬), একই এলাকার মৃত মত্তুল হোসেনের ছেলে আব্দুল গণি (৩৫), মোঃ কবির আহমদের ছেলে আহম্মদ হোসেন (৩০), মৃত কালা মিয়ার ছেলে মোঃ আবু সিদ্দিক (৪৭), মৃত নুর আহম্মদের ছেলে মোঃ নুরুল হক (৫৮), মৃত মকবুল হোসেনর ছেলে মোঃ মনির আহমদ(৩০), মৃত সুলতান আহমদের ছেলে মোঃ দুদু মিয়া (৩৫), গোদারবিল এলাকার মোঃ মিয়া হোসেনের ছেলে মোঃ রহমত উল্লাহ (৫০)।
তিনি আরো জানান, আটক ৮ জুয়াড়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে ।
বিডি প্রতিদিন/হিমেল