ভালুকায় বয়েজ ক্লাব ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় কেন্দ্রীয় ঈদ গা মাঠে ওই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
বয়েজ ক্লাব সভাপতি এস এম গোলাপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ সবুজের সঞ্চালনায় টুর্নামেন্ট উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইন উদ্দিন।
এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন বয়েজ ক্লাবের উপদেষ্টা উমর হায়াৎ খান নঈম, প্রতিষ্ঠাতা শামিমুল হক শামিম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজীব প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন