বাগেরহাটের মোংলা ইপিজেডের একটি সুতার তৈরির কারখানায় আগুন লেগেছে। সোমবার ভোর ৬ টা ১০ মিনিটের দিকে লাগা আগুন এখনও (সকাল ১১টা পর্যন্ত) নিভানো সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে বাগেরহাট, মোংলা, মোংলা বন্দর কর্তৃপক্ষ, নেভী ও ইপিজেডের ফায়ার সার্ভিসের টিম কাজ করছে।
মোংলা ইপিজেডের জেনারেল ম্যানেজার মো. মাহাবুব আহমেদ ছিদ্দিক জানান, ভোরে ইপিজেডের একটি স্পিনিং ফ্যাক্টরীর গোডাউনে আগুন লাগে। গোডাউনে থাকা তুলায় আগুন ধরে তা দাউ দাউ করে জ্বলতে থাকে। এরপর তাৎক্ষনিক ভাবে ইপিজেড, মোংলা বন্দর ও নৌবাহিনীর ফায়ার সার্ভিসের দল এসে আগুন নিভাতে শুরু করে। পরে এসে যোগ দেয় বাগেরহাট ভায়ার সার্ভিসের আরো একটি ইউনিট। তবে এখনও আগুন না নিভলেও নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। এপিজেডের অন্য কোন কারখানা বা ফেক্টরীতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এই মুহূর্তে কিছু জানানো সম্ভব নয় বলে জানান তিনি।
তিনি আরো বলেন, যে গোডাউনে আগুন লেগেছে সেটিতে সুতা তৈরির তুলা রয়েছে তাই আগুন নিভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে। অগ্নিকান্ডে ওই কারখানার কোন লোকজনের ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি। সুতার তৈরির কারখানাটিতে ৮০ জন দেশী শ্রমিকের পাশাপাশি ৭ জন চীনা শ্রমিক কাজ করছে। তবে, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে।
বিডি প্রতিদিন/হিমেল