কিশোরগঞ্জের করিমগঞ্জে ৩০৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনদের মাঝে কম্বল বিতরণ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে মুজিবুল হক চুন্নু এমপি নিজ হাতে কম্বল তুলে দেন।
এ সময় করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসলিমা নূর হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মেহেদী হাসান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহŸায়ক দেলোয়ার হোসেন দুলাল, জাতীয় পার্টি নেতা মতিউর রহমান ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এর আগে তাড়াইল উপজেলা মুক্তিযোদ্ধাদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন