মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আরিফ মুন্সী (২৫) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।
সোমবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার হাজি শরিয়তউল্লাহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। আরিফ উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের মির্জারচর এলাকার হারুন মুন্সীর ছেলে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিনজন আহত হন। তাদের একজনকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন