ঝিনাইদহের শৈলকুপায় এক বুদ্ধি প্রতিবন্ধী নারী (২৫) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। বর্তমানে তাকে গর্ভপাত ঘটানোর জন্য তার পরিবারের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। এদিকে ঘটনার পর থেকেই ধর্ষক জেহের আলী গা ঢাকা দিয়েছে।
স্থানীয়রা জানায়, শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়দা-শ্রীপুর গ্রামের ফকির বিশ্বাসের ছেলে জেহের আলী একই গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী মেয়েটিকে উত্যক্ত করতো। মাস দুয়েক আগে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে জেহের আলী (৫৫)। এরপর মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। স্থানীয় জনপ্রতিনিধিরা মেয়েটির পরিবারকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য বলছেন। এ কারণে সামাজিক চাপে মেয়েটির পরিবার বর্তমানে গৃহবন্দি হয়ে পড়েছে। এমনকি থানায় অভিযোগ দিতে সাহস পাচ্ছে না।
শৈলকুপা থানার ওসি (তদন্ত) মহসীন হোসেন জানান, থানায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হবে। এ পর্যন্ত কোনো তথ্য আমাদের কাছে আসেনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার