দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দরে অটোরিক্সার সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়ে মোটরসাইকেল আরোহী সাহেব আলী শুকু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেছেন।
গত ২৮ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত সাহেব আলী শুকু (৪৮) পার্বতীপুর উপজেলার ভবেরবাজারের মোটরসাইকেল মেকানিক হিসেবে কাজ করেন।
স্থানীয়রা জানায়, গত ২৫ডিসেম্বর বিকালে সাহেব আলী শুকু মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে ভবেরবাজারের ফেরার পথে দিনাজপুর-পার্বতীপুর সড়কের চিরিরবন্দর উপজেলার বেলতলীবাজারের পূর্বপার্শ্বে আমতলীতে অটোরিশার সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হন। তাকে আহতাবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি চিকিৎসাধীন থাকাবস্থায় ৪দিন পর ২৮ ডিসেম্বর দিবাগত রাত ১২টার দিকে মৃত্যুবরণ করেন।
চিরিরবন্দর থানার ওসি সুব্রত কুমার সরকার এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার