রাঙামাটির সাজেক থেকে গত সোমবার শুরু হয় সাইক্লিস্টদের যাত্রা। মঙ্গলবার সকালে প্রায় ১৩০ কিলোমিটার পাহাড়ি পথ পাড়ি দিয়ে রাঙামাটির মারী স্টেডিয়ামে এসে পৌঁছায় বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি বাইক মাউন্টেন প্রতিযোগিতায় অংশ নেওয়া ১০০ জন সাইক্লিস্ট। তাদের স্বাগত জানাতে আগে থেকে প্রস্তুত রাখা হয় মারী স্টেডিয়াম।
এসময় পার্বত্য সচিব মো. সফিকুল আহম্মদ, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মো. মোদ্দাচ্ছের হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিযোগীদের উদ্দেশে পার্বত্য সচিব মো. সফিকুল আহম্মদ বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বাইক মাউন্টেন প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রতিযোগীরা পার্বত্য অঞ্চলকে আরও বেশি আকর্ষণীয় করেছে। তাদের দেখে নতুন প্রজন্ম উৎসাহ পাবে। পার্বত্য অঞ্চলের পর্যটন কেন্দ্রগুলোও মানুষের কাছে পরিচিতি লাভ করবে।
তরুণদের ক্রিয়ামুখী করা গেলে সমাজের অপরাধ প্রবণতা কমে যাবে। মাদক থেকে মুক্তি পাবে যুব সমাজ। বেকার যুবকদের ক্রিয়ামুখী করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি এমটিবি চ্যালেঞ্জ ২০২০ নামের এই প্রতিযোগিতা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে। সহযোগিতায় রয়েছে বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনসহ তিন পার্বত্য জেলার সংশ্লিষ্ট সরকারি দফতরগুলো।
মাউন্টেন বাইক প্রতিযোগিতা সাজেক থেকে শুরু হয়। সাইক্লিস্টসরা প্রথমদিন ১৩০ কিলোমিটার পথ অতিক্রম করে রাঙামাটির চিং হ্লা মং মারী স্টেডিয়ামে এসে শেষ করে। দ্বিতীয় দিন রাঙামাটি থেকে ৯০ কিলোমিটার পথ অতিক্রম করে বান্দরবান স্টেডিয়ামে গিয়ে শেষ হবে। তৃতীয় দিন বান্দরবান থেকে ৮০ কিলোমিটার পথ অতিক্রম করে থানচি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হবে।
বিডি প্রতিদিন/এমআই