বরিশালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরীর সদর রোডের বিএনপি কার্যালয়ের সামনে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে বরিশাল জেলা (দক্ষিন) জাসাস।
জেলা জাসাস (দক্ষিন) সাধারন সম্পাদক মীর আদনান আহম্মেদ তুহিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা (দক্ষিন) বিএনপি’র সভাপতি এবায়েদুল হক চাঁন। বিশেষ অতিথি ছিলেন জেলা (দক্ষিন) বিএনপি’র সাধারন সম্পাদক আবুল কালাম শাহিন ও জেলা বিএনপি’র দপ্তর সম্পাদক মন্টু খান।
পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে এবং কেক কেটে জাসাসের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার