বগুড়ার শাজাহানপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে বাপ্পী ইসলাম (১৪) নামে এক কিশোরকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অপর কিশোর মো. আশরাফকে (১৪) আহত অবস্থায় উদ্ধার করা হয়।
সোমবার রাত ১১টার দিকে কে বা কারা মোবাইল ফোনে বাপ্পী ও আশরাফকে বাড়ি থেকে ডেকে নেয়। পরে পাশের একটি মাঠের মধ্যে তিনজন বোরকা পরা অবস্থায় উপর্যুপরি ছুরিকাঘাত করে।
বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ জানায়, নিহত বাপ্পি শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের গয়নাকুড়ি গ্রামের মক্কেছ আলী ড্রাইভারের ছেলে। আর তার বন্ধু আশরাফ একই গ্রামের ওমেদ আলীর ছেলে। তাদের মোবাইল ফোনের মাধ্যমে ডেকে নিয়ে তিনজন ছুরিকাঘাত করে।
ছুরিকাঘাতে আহত অবস্থায় আশরাফ দৌঁড়ে বাড়িতে গিয়ে পড়ে যায়। পরিবারের সদস্য ও গ্রামের লোকজন আহত দুই বন্ধুকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বাপ্পীকে মৃত ঘোষণা করেন। আর হাসপাতালে ভর্তি করা হয় আশরাফকে।
হাসপাতালে চিকিৎসাধীন আশরাফ পুলিশকে জানায়, ফাঁকা মাঠে বোরকা পরা তিন যুবক তাদের ছুরিকাঘাত করে।
বগুড়ার শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, হত্যাকাণ্ডের ব্যাপারে নিহতের পরিবারের লোকজন কিছু জানাতে পারেনি। পুলিশ রহস্য উদঘাটনের চেষ্টা করছে।
বিডি প্রতিদিন/এমআই