নড়াইলে কারিগরি ও স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান কেয়ারগিভারস ইনস্টিটিউট অব নড়াইলের উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য (এমপি) ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা।
মঙ্গলবার দুপুরে নড়াইল শহরের আশ্রম রোডে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এতে সভাপতিত্ব করেন কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশ ও ফাউন্ডেশনের চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডাক্তার মো. বাসীদুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেয়ারগিভারস ইনস্টিটিউট অব বাংলাদেশের ভাইস-চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম মানিক, ব্যবস্থাপনা পরিচালক মেহেদী হাসান প্রধান, সাংবাদিক সুলতান মাহমুদ, পরিচালক ইঞ্জিনিয়ার মো. জামাল হোসেন।
আরও বক্তব্য দেন মাইজপাড়া ইউপি চেয়ারম্যান মো. জিল্লুর রহমান, জেলা পরিষদ সদস্য মো. বরকত, কেয়ারগিভারস ইনস্টিটিউট অব নড়াইলের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. করিম আলী আবু সিনা, অধ্যক্ষ ফাতেমা ইসলাম ও অশোক কুন্ডু। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা এসময় প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
বিডি প্রতিদিন/এমআই