ভোলায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। মঙ্গলবার দুপুরে ভোলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ ভোলা জেলা শাখার সভাপতি মোহাম্মদ আমির হেসেন, সাধারণ সম্পাদক জাকির হেসেন, সদর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ বেলাল হোসাইন, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানাসহ শতাধিক কর্মচারী অংশগ্রহণ করেন।
এসময় তাদের বেতন ১১তম গ্রেডে প্রদান করা, প্রতিষ্ঠানের শিক্ষার্থীর সংখ্যা অনুপাতে তৃতীয় শ্রেণির কর্মচারীর সংখ্যা বৃদ্ধি, পদের নাম পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা এবং পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ সদর উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
বিডি প্রতিদিন/এমআই