বরিশালের উজিরপুরের হস্তিশুন্ড এলাকায় নানা বাড়ি বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মিতা আক্তার মৌ নামে (১১) এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে। নিহত মৌ একই উপজেলার গাজীরচর গ্রামের আনোয়ার হোসেন রাড়ির মেয়ে।
উজিরপুর থানার এসআই মাহবুব জানান, বিকেলে মৌ তার ছোট ভাই-বোনদের নিয়ে হস্তিুশুন্ড কাজীরা এলাকায় নানা বাড়ি বেড়াতে যায়। বিকেলে মৌ ও তার ভাই-বোনদের নিয়ে নানা-নানী একটি ইজিবাইকে পাশ^বর্তী হস্তিশুন্ড বাজারে যাচ্ছিলো। পথিমধ্যে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে মৌ গলায় ফাঁস লেগে যায়। এত সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৌ’কে মৃত ঘোষনা করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার