বরিশাল জেলা পুলের গাড়ি চালক, মেকানিক ও হেলপারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দিনব্যাপী সরকারি যানবাহন অধিদপ্তরাধীন জেলাপুল, বরিশালে কর্মরত গাড়িচালক, স্পিড বোট চালক, মেকানিক এবং হেলপারদের সচেতনতা ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষন কোর্স অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস, অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম বাড়ৈ, এনডিসি মো. নাজমুল হুদা এবং সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস। প্রশিক্ষণার্থী গাড়ি চালক ও মেকানিকরা অংশগ্রহন করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার