নীলফামারীর গোড়গ্রাম থেকে জামায়াতের ১৯ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে। নাশকতার উদ্দেশ্যে তারা গোপন বৈঠক করছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তর্ণীয়া পাড়ার নগরবন্দ জামে মসজিদ থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে সদর উপজেলার নায়েবে আমীর আব্দুল আজিজ, গোড়গ্রাম ইউনিয়ন সভাপতি হুমায়ুন কবীর ও সেক্রেটারী রশিদুল দেওয়ানসহ ১৯ জন রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ জানান, নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য বৈঠক করছিলেন তারা। এসময় তাদের কাছ থেকে ৮টি মোটরসাইকেল, ৪টি বাইসাইকেল ও বেশ কিছু জিহাদি বই উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই