প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মোবাইল ফোনে খুদেবার্তা (এসএমএস) পাঠিয়ে জমিসহ টিনের ঘর উপহার পাওয়া রিক্সা চালককে এবার একটি টমটম (ইজিবাইক) উপহার দিলেন জেলা প্রশাসক।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে ডেকে এনে রিক্সা চালক রমজান আলীকে টমটমটি তুলে দেন জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এর আগে গত ৭ ডিসেম্বর টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলির মামুনের পিতাকে জমি বন্দোবস্ত ও ঘর প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, ‘অভাবের কারণে রিক্সাওয়ালা রমজান আলী পরিবার নিয়ে বেশ কষ্টে ছিলো। তাদের ছিলো না জমি ও ঘর। তার কিশোর পুত্র মামুন একটি ঘর চেয়ে প্রধানমন্ত্রীর মুঠোফোনে এসএমএস করেন। এসএমএসটি নজরে নিয়ে প্রধানমন্ত্রী মামুনদের জন্য জমি ও ঘর বরাদ্দ দেন। সে মোতাবেক জেলা প্রশাসনের তত্ত্ববধায়নে ২০ শতক খাস জমি বরাদ্দ দিয়ে সেখানে একটি পাকা বাড়ি নির্মাণ করে দেয়া হয়। এরপর তাদের পরিবারের জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে জেলা প্রশাসন থেকে মামুনের পিতা রমজান আলীকে একটি টমটম (ইজিবাইক) উপহার দেয়া হয়েছে।
মামুন আরও বলেন, অবিশ্বাস্যও হলে সত্য, একটি খুদেবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের স্বপ্ন পূরণ করেছেন। তিনি আমাদের জমিসহ ঘর দিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। জীবিকার বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসক মহোদয় আমাদেরকে টমটম (ইজিবাইক) দিয়েছেন। তার কাছেও আমরা কৃতজ্ঞ।
বিডি প্রতিদিন/হিমেল