ব্রাহ্মণবাড়িয়া স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জেলা কারাগারে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ৯ মাস হতে ১০ বছরের কমবয়সী শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচি সম্পূর্ণ হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের এমটি-ইপিআই কর্মকর্তা প্রতোষ দাস ও রাজীব কারাগারের কয়েদির ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী ৬ জন শিশু ও কারাগারে নিযুক্ত কারাস্টাফের ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী ২৩ জন শিশুসহ ২৯ জন শিশুকে হাম-রুবেলার টিকা দিয়েছেন।
হাম-রুবেলার টিকা প্রদান কার্যক্রমের সময় জেল সুপার ইকবাল হোসেনসহ জেলা কারাগারের চিকিৎসক ও সিনিয়র সার্জন ডা. ইনজামামুল হক সিয়াম ও সদর উপজেলা সহকারী সার্জন ডা. শাখাওয়াত তানভীর তানিম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী প্রায় ৯ লাখ শিশুকে হাম-রুবেলা'র টিকা দেওয়ার কর্মসূচি চলমান রয়েছে। এটি শেষ হবে ২০২১ সালের ৩১ জানুয়ারি। এবারে জেলায় ৯ মাস থেকে ১০ বছরের কমবয়সী প্রায় ৯ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়ার জন্য ৭ হাজার ৬২২টি কেন্দ্র ১৫ হাজার ২৪৪ জন টিকাদানকারী দায়িত্ব পালন করছেন।
বিডি প্রতিদিন/আবু জাফর