মাগুরায় ‘গণতন্ত্রের বিজয় দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা শহরে র্যালি ও আনন্দ শোভাযাত্রা করে। শোভাযাত্রা শেষে নোমানী ময়দানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বাসুদেব কুন্ডু, অ্যাডভোকেট শফিকুজ্জামান বাচ্চু, পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুলসহ সদর উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ।
প্রধান অতিথি সাইফুজ্জামান শিখর এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগের বিজয়ের মাধ্যমে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হয়েছে। এদেশের জনগণ বিশ্বাস করে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে তারা ভাল থাকবে। এ কারণেই তারা আওয়াম লীগকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছিল। আর এই ভোটের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসায় গণতন্ত্রের বিজয় হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর