গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা বুধবার সকাল ১১টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলা পরিষদ চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, আওয়ামী লীগ নেতা টি জামান নিকেতা, আবুল কালাম আজাদ, প্রদীপ কুমার রায়, মঞ্জুরুল আলম মোহন, আসাদুর রহমান দুলু, শাহরিয়ার আরিফ ওপেল, জাকির হোসেন নবাব, শাহাদৎ আলম ঝুনু।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজী জুয়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন মুনসুর রহমান মুন্নু, শাহ্ আখতারুজ্জামান ডিউক, আব্দুল খালেক বাবলু, শেরিন আনোয়ার জর্জিস, অ্যাডভোকেট শফিকুল ইসলাম আক্কাস, নাসরিন রহমান সীমা, তপন চক্রবর্তী, মাশরাফি হিরো, আনোয়ার পারভেজ রুবন, এসএম শাজাহান, জহিরুল হক বুলবুল সহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষিত করেছেন। আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে চলেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। দেশ বিরোধী চক্রান্তকারীদের রুখে দিতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর