নাটোরে জেলা বিএনপির উদ্যাগে গণতন্ত্র হত্যা দিবস পালিত হয়েছে। বুধবার সকালে গণতন্ত্র হত্যা দিবস ও পূর্ণ তফসিলসহ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবিতে বিক্ষোভ সমাবেশের ডাক দেয় জেলা বিএনপি। পুলিশি বাধার মুখে মিছিল করতে না পেরে শহরের আলাইপুরের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে।
জেলা বিএনপির আহবায়ক আমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদস্য সচিব রহিম নেওয়াজ, বিএনপি নেতা শহিদুল ইসলাম বাচ্চু, রুহুল আমিন টগর, বাবুল চৌধুরী, ফয়সাল আলম আবুল, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহবায়ক আ: সালাম, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মিনহাজুর রহমান মনির, সহ-জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত।
পরে সদর উপজেলার আহম্মেদপুরে ছাত্রদল যুবদল নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করে।
বিডি প্রতিদিন/ফারজানা