সরকারের দুই বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে ভোলায় বিজয় র্যালি ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বুধবার বেলা ১১টায় শহরের বাংলাস্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন এবং র্যালির উদ্বোধন ঘোষণা করেন। তিনি আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন ও অর্জন তুলে ধরেন।
সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে নেতাকর্মীরা সভাস্থল বাংলাস্কুল মাঠে আসেন। তারা সরকারের উন্নয়নের বিষয়ে শ্লোগান দেন।
বেলা ১১টার মধ্যে কয়েক হাজার কর্মী-সমর্থক সমবেত হয়। আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা সদর রোড,
চকবাজার, নতুন বাজার ঘুরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।
বিডি প্রতিদিন/এমআই