দিনাজপুরের বোচাগঞ্জে নতুন করে স্বপ্ন বুনবে ভূমিহীন ৪৩০ পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর দেয়া উপহার পাওয়ার আনন্দে নতুন স্বপ্নে বিভোর গৃহহীন পরিবারগুলো।
আশ্রায়ন-২ প্রকল্পের অধীনে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে গৃহহীনদের জন্য লাল-সবুজ টিনের চালার ঘর নির্মাণ প্রায় শেষ পর্যায়ে।
বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মধ্যে সুলতাপুর ২০, মুড়িয়ালায় ১১, রুহিগাঁও ৮, বাসুদেবপুর ৪০, পরিয়ালপুর ৪৮, রনটি ১৪, দকচাই ৮, হরিপুর ৮, বড়গাও ১১, সুকদেকপুর ১০, দাড়িয়াপুকুর ২০, মহেষপুর ৫, বনুয়াপাড়া ৭ ও মাহালীপাড়া ৮টিসহ মোট ৪৩০টি সরকারি খাস জমিতে পাকা বাড়ি নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
আশ্রায়ন-২ প্রকল্পের কাজ শেষ হলে প্রাকৃতিক ও সুন্দর মনোরম পরিবেশে বসবাস করবে ভূমিহীন ৪৩০টি পরিবার। সেই সাথে স্বপ্ন বুনবে আগামীর পথচলার।
বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল বলেন, প্রতিটি বাড়ি ২০ ফুট বাই ২২ ফুট প্রস্থের। দুটি রুম, একটি রান্না ঘর, একটি টয়লেটসহ বারান্দা ও খোলা উঠান। যার নির্মাণ ব্যয় রাখা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। আশা করছি দ্রুত সময়ে নির্মাণ কাজ শেষ করে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে প্রধানমন্ত্রীর দেয়া উপহার তুলে দিতে পারব।
বিডি প্রতিদিন/এমআই