ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ইকবাল হোসেন (৩৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে ঝিনাইদহ-যশোর মহাসড়কের বারোবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল যশোর জেলার মনিরামপুর উপজেলার দুর্গাপুর গ্রামের মৃত আবেদ আলী মোল্লার ছেলে।
বারোবাজার হাইওয়ে পুলিশের সার্জেন্ট জাহাঙ্গীর জানান, দুপুরে যশোর থেকে একটি মুরগী বোঝায় কাভার্ড ভ্যান ঝিনাইদহের দিকে যাচ্ছিল আর ইকবাল মোটরসাইকেল নিয়ে যশোরের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে পৌঁছালে কাভার্ড ভ্যানটি মোটরসাইকেলে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ইকবাল মারা যায়। নিহতের নাম ইকবাল বলে প্রাথমিক ভাবে জানিয়েছেন তিনি।
বিডি প্রতিদিন/এ মজুমদার