মুজিববর্ষ উপলক্ষে মাগুরার শালিখায় খাদ্যের নিরাপত্তা বিষয়ক জনসচেতনতামূলক ক্যারাভান রোড শো কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোহাম্মদ বাতেন প্রধান অতিথি হিসাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরার নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ রায়হান আবির।
এ উপলক্ষে উদ্বোধন স্থলে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি উপস্থিত জনগণের মধ্যে মাস্ক ও প্রচার প্রত্র সরবরাহ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই