ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত চিকিৎসক না থাকায় টাঙ্গাইল শহরের দুই ক্লিনিক মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিন আইয়ুবীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামানসহ আইনশৃংঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সিভিল সার্জন ডা. মো. ওয়াহীদুজ্জামান জানান, লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ, অস্বাস্থ্যকর পরিবেশ ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের পাইলট ক্লিনিক ও ভিক্টোরিয়া ক্লিনিকের মালিককে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই