২০১৮ সালে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির প্রতিবাদে চাঁদপুর জেলা বিএনপি আজ বুধবার সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে। এ কর্মসূচিতে বর্তমান সরকারের পদত্যাগ এবং নতুন নির্বাচনের দাবি করেন বক্তারা।
আজ বুধবার সকাল ১১টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. মো. সলিমুল্লাহ সেলিমের সঞ্চালনায় সভাপতির বক্তব্য দেন জেলা বিএনপি’র আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক। এছাড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দেওয়ান সফিকুজ্জামান, ফরিদগঞ্জ উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শরীফ মো. ইউনুসসহ জেলা, উপজেলা ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/ফারজানা