গাজীপুরে ডাকতির প্রস্তুতিকালে চার ডাকাতকে আটক করেছে র্যাব-১ এর সদস্যরা। বুধবার বিকালে গাজীপুরের সদর থানাধীন লক্ষীপুরা পশ্চিম জয়দেবপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছে- মো. হাবিল হোসেন (২৭), মো. রমজান আলী (২৫), মো. সজীব হাওলাদার (২৮) ও মো. মনিরুল ইসলাম (৩৫)।
র্যাব-১ এর গাজীপুরের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, গাজীপুর সিটি করপোরেশনের সদর থানার লক্ষীপুরা পশ্চিম জয়দেবপুর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে বিকালে ওই এলাকায় অভিযান চালিয়ে চার ডাকাতকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি লোহার চাপাতি, একটি ছুরি, একটি স্টিলের ক্রিজ, একটি ব্যাটারী চালিত অটোরিক্সা, নগদ টাকা ও তিনটি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এ মজুমদার