বগুড়ায় ছিন্নমূল দেড় শতাধিক মানুষের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার মধ্যরাতে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন বগুড়ার জেলা প্রশাসকের স্ত্রী শামিমা আকতার। জেলা প্রশাসক জিয়াউল হকের বড় মেয়ে বৃষ্টিও শীতবস্ত্র বিতরণ করেন।
মধ্যরাতে শহরে রেলওয়ে স্টেশন রোড, সাতমাথা ও থানা মোড় এলাকার দেড় শতাধিক দরিদ্র ও দুস্থদের মাঝে ওই শীতবন্ত্র বিতরণ করা হয়। জেলা প্রশাসক জিয়াউল হকের পক্ষে শীতবস্ত্র বিতরণ করেন তার সহধর্মিনী শামীমা আকতার ও তার বড় মেয়ে বৃষ্টি।
শীতবস্ত্র কম্বল বিতরণকালে জেলা প্রশাসনের এনডিসি জি এম রাশেদুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, ফেরদৌস আরা, নাছিম রেজা ও পাপিয়া সুলতানা, রাজা বাজার আড়ৎদার ও ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল প্রসাদ রাজ এবং সদর ফাঁড়ির ইনচার্জ এস আই খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন