ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য ও একটি জাতীয় দৈনিকের ভালুকা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আব্দুল ওয়াদুদ মিয়া ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। বুধবার বিকাল ৪টা ৩০ মিনিটে গফরগাঁওয়ের নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর।
দীর্ঘদিন ধরে আব্দুল ওয়াদুদ মিয়া ব্ল্যাড ক্যান্সারসহ নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগাহী রেখে গেছেন। আব্দুল ওয়াদুদ মিয়া ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যও ছিলেন। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে তার প্রথম জানাজা ও পৈত্রিক বাড়ি রাংচাপড়ায় ২য় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
বিডি-প্রতিদিন/শফিক