নাটোরের সিংড়ায় চৌগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলার সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে।
সোমবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারিকৃত এক পত্রে এই বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়।
এর আগে, সিংড়া থানায় গত ১ জানুয়ারি দায়েরকৃত এক মামলায় জাহেদুল ইসলাম ভোলাকে অভিযুক্ত করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ২৮ অক্টোবর জারিকৃত এক পত্রে এই বরখাস্ত আদেশ দিয়েছিল মন্ত্রণালয়।
কিন্তু এই মামলা থেকে ভোলা অব্যাহতি পাওয়ায় তার বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়।
বিডি প্রতিদিন/এমআই