চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা এলাকায় বাইসাইকেল ও ট্রাকের সাথে মোটরসাইকেলের ধাক্কায় তপন হালদার (৪০) নামের এক জুয়েলারি ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা পৌর এলাকার মালোপাড়ার রবীন্দ্রনাথ হালদারের ছেলে।
এসময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী ও বাইসাইকেল চালক গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ আবু জিহাদ জানান, তপন হালদার মোটরসাইকেলযোগে একজন আরোহীসহ চুয়াডাঙ্গার দিকে আসছিলো। পথে হাতিকাটায় একটি বাইসাইকেলের সাথে মোটরসাইকেলটির ধাক্কা লেগে ট্রাকের সাথে সংঘর্ষ হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার