জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে নাটোরের বড়াইগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে ও উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠের মাধ্যমে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।
এ সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলার চেয়ারম্যান ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে এস আর পাটোয়ারী কোয়ালিটি এডুকেয়ার ইনস্টিটিউট এবং বার্ড ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে এক ডিসপ্লে প্রদর্শন করা হয়। পরে উদ্বোধনী খেলায় উপজেলার গোপালপুর এবং জোয়াড়ী ইউনিয়নের দুুইটি দল অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এমআই