উপকূলীয় প্রান্তিক জেলে সম্প্রদায়ের জীবনমান উন্নয়ন ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সক্ষমতা অর্জন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার উন্নয়ন সংস্থা এনআরডিএস ও কোস্ট ট্রাস্টের যৌথ উদ্যোগে মাইজদী বাজার এনআরডিএস সেন্টারে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রান্তিক জেলেরা তাদের নানা প্রতিক‚লতার কথা তুলে ধরেন। এ সময় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. মোতালেব হোসেন, এনআরডিএসের নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, লায়লা পারভীন, সাংবাদিক লেখক মাহমুদুল হক ফয়েজ, সাংবাদিক মাহাবুবুর রহমানসহ অনেকে।
সেমিনারে বক্তারা বলেন, জলবায়ু ক্ষতিগ্রস্থ ১৯১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৬ষ্ঠ। জলবায়ুর ক্রমাগত পরিবর্তনের কারণে দেশটি সমুদ্রের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছাস, বন্যা, নদীভাঙন, খরা ও লবনাক্ততার মত প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হচ্ছে এবং এর আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতি দিন দিন প্রকট হচ্ছে। এ পরিবর্তনে উপকূলীয় জেলেদের জীবিকা সরাসরি হুমকির সম্মুখীন।
পর্যাপ্ত জ্ঞান, দক্ষতা ও প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে জেলেদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। প্রতিকূল পরিবেশেষ সাথে খাপ খাওয়াতে না পারায় অনেক জেলে এ পেশা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে জেলেদের জ্ঞান, দক্ষতা ও আর্থ-সামাজিক অবস্থার উন্নতির উপর গুরুত্ব দেয়ার দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/আল আমীন