গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা আওয়ামী লীগের আয়োজনে শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের পায়রা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজিজুর রহমান, সহ-সাধারণ সম্পাদক এমএ সামাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, দপ্তর সম্পাদক আসাদুর রহমান আসাদ, সাবেক ছাত্রনেতা মঞ্জুর পারভেজ তুষার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আহাদুর রহমান খোকন, কৃষকলীগ সভাপতি সাজেদুর ইসলাম সোম, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম শিমুল, শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল হান্নান ও জেলা ছাত্রলীগ সভাপতি রানা হামিদ প্রমুখ।
বক্তরা বলেন, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন সকল দলের অংশগ্রহণেই অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক নিয়মেই ভোটের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। এই নির্বাচনের বিরুদ্ধে বিএনপি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।
এছাড়া শৈলকূপা উপজেলাসহ ৬টি উপজেলা শহরে আওয়ামী লীগের উদ্যোগে গণতন্ত্র দিবস পালন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই