কক্সবাজারের টেকনাফে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে দীর্ঘদিন পলাতক থাকা পরোয়ানাভূক্ত ৮ জন আসামি এবং নিয়মিত মামলার ৩ জন
আসামিসহ মোট ১১ জনকে গ্রেফতার করেছেবুধবার রাতে ও বৃহস্পতিবার ভোরে পুলিশের বিভিন্ন টিম এসব আসামিদের গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর ররহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা, ডাকাতি মামলা, দস্যুতা মামলা, অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিন পলাতক থাকা আসামিরা রয়েছে।
তিনি আরও জানান, পরোয়ানাভূক্ত আসামিদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত ১১ আসামিকে বৃহস্পতিবার কক্সবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ