কুমিল্লা নগরীর একটি ডোবা থেকে এক বৃদ্ধের (৭০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল গাঙ্গলী মাঠের পাশের ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তবে বিকেল পর্যন্ত ওই বৃদ্ধের কোনো নাম-পরিচয় জানা যায়নি।
কুমিল্লা কোতোয়ালী মডেল থানার চকবাজার ফাঁড়ির ইনচার্জ সৈয়দ জাকির হোসেন জানান, আঙুলের ছাপ থেকেও তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি। ওই বৃদ্ধের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই।
প্রাথমিকভাবে ধারণা করছি- তিনি ওই ডোবায় পড়ে গিয়ে আর উঠতে পারেননি। তার মুখে সাদা দাড়ি এবং শরীরে সাতটি জামা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর