নেত্রকোনায় স্মৃতিচারণে মিলিত হয়েছেন যুদ্ধকালীন বাংলাদেশ ছাত্রলীগের (১৯৭০-১৯৭১ সনের) নেতারা। বৃহস্পতিবার সকালে মোক্তারপাড়া মধুমাছি কচিকাঁচা বিদ্যানিকেতন মাঠে জেলা শাখার সাবেক এই নেতারা একসাথে মিলিত হন।
১৯৭০-৭১ এর জেলা শাখার সভাপতি আলাউদ্দিন খানের সভাপতিত্বে সম্পাদক মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সঞ্চালনায় ১৯৬৯-৭০ সালের সম্পাদক বর্তমান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু অনুষ্ঠানের উদ্বোধন করেন।
জাতীয় সংগীতের সাথে সাথে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন করে পুনর্মিলনীর শুভ সূচনা করা হয়। অনেকেই এই দীর্ঘ সময়ের মধ্যে মৃত্যুবরণ করায় মাত্র ২০ থেকে ২৫ জন নেতাকর্মী বিভিন্ন উপজেলা থেকে এসে উপস্থিত হয়েছেন।
তাদের মধ্যে বেশ কয়েকজন নারীও ছিলেন। এছাড়া অন্যান্যরা জেলায় অবস্থান করায় অর্ধশত সাবেক নেতাকর্মীরা দিনব্যাপী অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন।
বিডি প্রতিদিন/এমআই