ফরিদপুরে বোয়ালমারীতে ৭০ মন চোরাই পাট জব্দ করেছে থানা পুলিশ। বুধবার রাত ১২টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের গ্রাম পুলিশের সহযোগিতায় দুই নম্বর ওয়ার্ডের রানিদৌলা গ্রাম থেকে এ পাট জব্দ করা হয়।
থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পাটগুলো জব্দ করে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশের জিম্মায় রেখেছেন। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত পাটের মালিকের কোন খোঁজ পাওয়া যায়নি।
জানা যায়, সাতক্ষীরা জেলা থেকে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের রানিদৌলা গ্রামের ওহাব শেখের ছেলে শাহিন শেখ (৩০), হাটখোলারচর গ্রামের মাজেদ শেখের ছেলে জাকির শেখ (৩২), মহম্মদ শেখের ছেলে আকরাম শেখ (৩৪) ও আবু তারার ছেলে নান্টু শেখ (৩০) নসিমন যোগে ৭০ মন পাট এনে রানিদৌলা পুরাতন মসজিদের পাশে রাখে। এ সময় ওই চারজনের মধ্যে পাট ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। কথা বলার শব্দ পেয়ে গ্রাম পুলিশ এগিয়ে গেলে তারা নছিমন রেখে পালিয়ে যায়।
গ্রাম পুলিশ মোহাম্মদ নুরুল ইসলাম জানান, তার বাড়ির সামনে বুধবার রাত ১০টার দিকে পাট বোঝায় করা তিনটি নছিমন এসে দাড়ায়। নছিমনে থাকা চারজন পাট ভাগাভাগি নিয়ে জোরে শোরে কথা কাটাকাটি হলে গ্রাম পুলিশ তাদের দিকে এগিয়ে গেলে নসিমন রেখে তারা পালিয়ে যায়। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নছিমনসহ পাটগুলো জব্দ করেন।
বোয়ালমারী থানার উপ-পরিদর্শক মামুন ইসলাম বলেন, ৩ নছিমনে প্রায় ৭০ মন চোরাই পাট জব্দ করে গ্রাম পুলিশের জিম্মায় ময়না ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। যদি পাটের প্রকৃত মালিককে পাওয়া আইনি প্রক্রিয়া শেষে মালিককে পাট বুঝিয়ে দেওয়া হবে। আর মালিক না পাওয়া গেলে পাটগুলো বিক্রি করে সরকারি কোষাগারে টাকা জমা দেওয়া হবে।
বিডি প্রতিদিন/আবু জাফর