ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আইনাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। তিনি গান্না গ্রামের আলী কদর মন্ডলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৭ ডিসেম্বর আইনাল হোসেন কোটচাঁদপুরের ফুলবাড়িয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে প্রথমে ঝিনাইদহ সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি কারা হয়। ১৫ দিন পর রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিডি প্রতিদিন/এ মজুমদার