মহেশখালীর সোনাদিয়ায় পুলিশ অভিযান চালিয়ে ৫ জলদস্যুকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি বন্দুক ও রাম দা উদ্ধার করা হয়েছে। মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আব্দুল হাই তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটককৃতরা হলো মোহাম্মদ রাসেল (৩২), ওয়ায়েজ উদ্দিন (২৭), মোহাম্মদ সাগর (২৫), আব্দুল খালেক (৩৫) ও মোহাম্মদ সাইদ (২৩)। আটকদের বাড়ি নাজিরারটেক, মহেশখালী পৌরসভা ও মাতারবাড়ি এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক