ভাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম জাহিদ (২৮) এর ওপর হামলার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দুপুর একটার দিকে ভাঙ্গা বাজারের শাড়ি পট্টিতে এ হামলার ঘটনা ঘটে। আহতাবস্থায় তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
কাউন্সিলর রফিকুল ইসলাম জাহিদ বলেন, ভাঙ্গা বাজারের শাড়ি পট্টিতে একটি নির্মাণাধীন ভবনের কাজ দেখতে গেলে ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সীর লোকজন আমার ওপর হামলা চালায়। রড দিয়ে আমার মাথায় আঘাত করে তারা। ফলে মাথার বিভিন্ন স্থানে সেলাই লেগেছে।
অভিযোগের ব্যাপারে ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সী বলেন, কাউন্সিলর জাহিদ কিছু লোকজন নিয়ে ভাঙ্গা বাজারে এসে তার ঘরের সামনে দাঁড়িয়ে আমাকে গালিগালাজ করে। এ সময় আমার সমর্থকেরা এর প্রতিবাদ করে। ঠেলা ধাক্কায় ড্রেনের ওপর পড়ে তার মাথা কেটে যায়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা আসমাউল হুসনা বলেন, কাউন্সিলর মাথায় তিন জায়গায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। বেশ কয়েকটি সেলাই লেগেছে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, দুইপক্ষের ঝামেলায় পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম জাহিদের ওপর হামলা হয়েছে। পুলিশ এ ব্যাপারে কাজ করছে।
উল্লেখ্য, গত ২০ সেপ্টেম্বর ভাঙ্গা পৌরসভা নির্বাচনে ৭নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হন রফিকুল ইসলাম জাহিদ। এ নিবাচনে তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সীর ছোট ভাই রেজাউল মুন্সী। এ থেকেই দুইপক্ষের মধ্যে বিরোধ চলে আসছে।
বিডি প্রতিদিন/কালাম