বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অনতিবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে হবে। খালেদা জিয়ার মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি। তার মুক্তির মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। বেগম জিয়াকে মুক্তি না দেওয়া হলে আগামীতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মাওয়া মহাসড়ক বন্ধ করে কঠিন আন্দোলন করা হবে। এই আন্দোলনের মাধ্যমেই সরকার পতন হবে।
মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ মুক্তারপুর এলাকায় আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, বন্যার পানি জখন তেরে আসে তখন বাঁধ দেয়া হয়, সরকার এখন বিএনপির জনস্রোত ঠেকাতে তাদের লাঠিয়াল আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। আগামী জাতীয় নির্বাচনে ভোট চুরি কী গভীর রাতে করবেন নাকি ভোর রাতে করবেন সেটাও বলতে হবে বর্তমান সরকারকে। বর্তমানে নৌকার হাল তো সবাই দেখেছে একের পর এক নৌকা এখন ডুবন্ত অবস্থায়। কয়দিন পরে নৌকা বুড়িগঙ্গায় ডুববে।
মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আব্দুল হাই সভাপতিত্বে ও সদস্য সচিব কামরুজ্জামান রতনের সঞ্চালনায় এ সমাবেশে বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, স্বেচ্ছাসেবক বিয়ক সম্পাদক মীর সারাফত সপু, দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ইশরাক হোসেনসহ কেন্দ্রীয় কমিটির নেতাকর্মী ও জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল