শেরপুরের শ্রীবরদীতে ইউনিয়ন পরিষদ নির্বাচনের সীল যুক্ত ব্যালেট পেপার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ওই ব্যালেট পেপারগুলো উদ্ধার করা হয়। গত ২৬ ডিসেম্বর রানীশিমুল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রটি ওই ইউনিয়নের অন্তর্গত।
ব্যালেট পেপারগুলো বিদ্যালয় অফিস কক্ষে কালো কাপড় দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় প্রিজাইডিং কর্মকর্তা ছাবেদ আলীকে আ্ইনি হেফাজতে নেওয়া হলেও পরে লিখিত নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ওই প্রিজাইডিং কর্মকর্তা উপজেলার বালুরচর হাই স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক। পরে উদ্ধারকৃত ব্যালেট পেপার সীলগালা করে নির্বাচন অফিসে রেখে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার, জেলা ডিবির ওসি রেজাউল করিম, থানা অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্ত এন এম সাজ্জিল সাদিকসহ গণমাধ্যম কর্মীরা।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঘহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার ফলাফল সীট দিয়ে চলে যায়। পরে ২৮ ডিসেম্বর ওই বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী মাখন মিয়া অফিস কক্ষে গেলে ব্যালেট পেপার দেখে প্রিজাইডিং অফিসারকে খবর দেয়। ঘটনা জানাজানি হলে সহস্রাধিক স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে হাজির হয় পুনরায় নির্বাচনের দাবি তুলে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে প্রশাসন ব্যালট পেপার ও ওই কর্মকর্তাকে পুলিশ হেফাজতে নেয়। প্রিজাইডিং কর্মকর্তা ছাবেদ আলী বলেছেন, নির্বাচন শেষে তাড়াহুড়া করতে গিয়ে ব্যালেট পেপারগুলো অফিস কক্ষে ফেলে চলে যাই। এটা ভুল বশত হয়েছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এন এম সাজ্জিল সাদিক জানিয়েছেন, ওই কেন্দ্রে মোট তিন হাজার দুইশ ভোটের মধ্যে দুই হাজার তিনশ ভোট পড়েছে। যে ব্যালট পেপারগুলো ভোটের জন্য ব্যবহার করা হয়েছে সেই তেইশ ভোট তিনি ফেলে এসেছিলেন। বাকী নয়শ অব্যবহৃত ব্যালট পেপার অফিসে জমা দিয়েছেন। আর ওই কেন্দ্রের প্রাপ্ত ভোটের মধ্যে কে কত পেয়েছেন এই সংক্রান্ত কাগজ তিনি অফিসে যথাযথ ভাবে জমা দিয়েছেন। অভিযুক্ত ওই কর্মকর্তা যেহেতু নির্বাচন কমিশনের অধীনে তাই কমিশিনের অনুমতি নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আগামী কাল প্রিজাইডিং কর্মকর্তাকে ডাকা হবে এবং ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার নিলুফা আক্তার বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রিজাইডিং কর্মকর্তা ও ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল