লক্ষ্মীপুরে জেলা পুলিশ সুপার দাবা লীগ-২০২১ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় স্টেডিয়াম হলরুমে এই লীগের উদ্বোধন করা হয়। লীগে জেলার ৬টি থানার ১৪টি দল অংশগ্রহণ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মংনেথোয়াই মার্মার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে লীগের উদ্বোধন করেন পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
লীগ পরিচালনা কমিটির সদস্য সচিব রাজু হাসানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, লীগ পরিচালনা কমিটির আহ্বায়ক ফরিদা ইয়াসমীন লিকা, জেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক জাকির হোসেন ভুঁইয়া আজাদ।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া, রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন, রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলাইমান, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেহ উদ্দিন ও চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই