খুলনায় খানজাহান আলী সেতুর নিচে বেড়াতে আসা একটি ছেলে ও একটি মেয়েকে মারধর করায় মঙ্গলবার বিকালে কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ‘জিহাদ গ্যাং’ নামে পরিচিত কিশোর গ্যাংয়ের এসব বখাটেরা অসৎ উদ্দেশ্যে ওই ছেলে-মেয়েদের তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
গ্রেফতারকৃত কিশোর গ্যাং সদস্যদের প্রাথমিক জিঙ্গাসাবাদে তারা অপরাধ স্বীকার করে এবং সংশোধনের জন্য র্যাবের নিকট প্রতিশ্রুতি দেয়। পরে খুলনার লবনচরা থানায় জিডি করে তাদেরকে সমাজসেবা অফিসের প্রবেশন কর্মকর্তার নিকট সংশোধনের পাঠানো হয়।
র্যাব কর্মকর্তারা জানায়, খুলনা খানজাহান আলী সেতু এলাকায় কিশোর গ্যাংয়েরর আনোগোনা বেড়েছে। তারা একটি মেয়ে ও একটি ছেলেকে মারধর করে তুলে নিয়ে নেওয়ার চেষ্টা করছে, এমন খবরে ঘটনাস্থলে পৌঁছে ওই ছেলে ও মেয়েকে টানাহেঁচরা করছে বলে দেখতে পায়। এ সময় র্যাব তাদেরকে উদ্ধার করে এবং ‘জিহাদ গ্যাং’ এর পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/কালাম