পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাত মুখোশধারীর ছুরিকাঘাতে মো. বশির (২৫) হাওলাদার নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বশির বেতমোর গ্রামের আব্দুল জব্বার হাওলাদারের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন বলে জানা গেছে।
নিহতের স্ত্রী শিরিন জানান, সন্ধ্যায় তিনি একা ঘরে ছিলেন। এসময় মুখোশ পরা এক দুর্বৃত্ত ঘরে প্রবেশ করেন। এর একটু পরেই বশির ঘরে প্রবেশ করেন। তখন অজ্ঞাত দুর্বৃত্ত দৌড়ে বাইরে নামেন। তার পিছু নেন বশির। তখন বশিরের বাম পাজর বরাবর ছুরি দিয়ে সজোরে আঘাত করে দুর্বৃত্ত পালিয়ে যান। বশিরকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, নিহত বশিরের মরদেহ থানায় নেওয়া হয়েছে। হত্যার কারণ এখন পর্যন্ত জানা যায়নি। তার বুকের বাম দিকে ও ডান হাতে ছুরির আঘাতের জখম রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত