রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতকে কেন্দ্র করে ব্যাপক আগুন ও ভাঙচুরের ঘটনার প্রধান অভিযুক্ত মনির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার সকালে র্য্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাতে রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে বিক্ষুব্ধ জনতা সাতটি বাসে আগুন দেয়।
বিডি প্রতিদিন/ফারজানা