বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার ঝিনাইদহ শহরের উজির আলী স্কুল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ সফল করতে শহর-গ্রাম থেকে দলীয় নেতাকর্মীরা দলে দলে সমাবেশ স্থলে যোগ দেন।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মশিয়ূর রহমান সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে সাবেক হুইপ ও সাবেক সংসদ সদস্য বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মসিউর রহমান, খুলনা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ, জয়ন্ত কুমার কুন্ডু, আমিরুজ্জামান খান শিমুল, সাবেক এমপি শহিদুজ্জামান বেল্টু, সাবেক এমপি আব্দুল ওহাব, শাহানা রহমান রানিসহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য সচিব এড এম এ মজিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি এড মুন্সি কামাল আজাদ পান্নু জানান, সমাবেশ সফল ও শান্তিপূর্ণ করতে আমরা প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের সহায়তা চেয়েছি। সমাবেশকে ঘিরে নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনি সতর্ক অবস্থায় রয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর